Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

পাকিস্তানি বিলিয়নিয়ার দুটি যুদ্ধবিমান দিলেন ইউক্রেনকে 

অনলাইন ডেস্ক

পাকিস্তানি বিলিয়নিয়ার দুটি যুদ্ধবিমান দিলেন ইউক্রেনকে 

পাকিস্তানি বিলিয়নিয়ার মোহাম্মদ জহুর ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করেছেন বলে খবর পাওয়া গেছে। যুদ্ধবিমান ছাড়াও তিনি ইউক্রেনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েই যাচ্ছেন। মোহাম্মদ জহুর ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্টের সাবেক প্রকাশক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউক্রেনের সংবাদমাধ্যম টিএসএনকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, মোহাম্মদ জহুরের স্ত্রী ইউক্রেনের নাগরিক কামালিয়া জহুর বলেছেন, তাঁর স্বামী এবং তাঁর বিত্তবান বন্ধুরা নীরবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর স্বামী ইউক্রেনকে দুটি যুদ্ধবিমান কিনতে সাহায্য করেছেন। 

কামালিয়া জহুর বলেছেন, ‘জহুর আমাকে এসব বলার জন্য অনুমতি দিয়েছে। এর আগ পর্যন্ত তাঁরা তাদের কর্মকাণ্ড লুকিয়ে রেখেছিল। তাঁরা ইউক্রেনকে দুটি যুদ্ধবিমান দিয়ে সহায়তা করেছে।’

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে বসবাস করা পাকিস্তানি এই বিলিয়নিয়ার দেশটি থেকে ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগে সহায়তা করে আসছিলেন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী নিজের অর্থ দিয়ে ইউক্রেনীয় নাগরিকদের যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পাঠানোর লক্ষ্যে কাজ করেছেন। এ ছাড়া, মোহাম্মদ জহুর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ইউক্রেনীয় নাগরিকদের নিরাপদে দেশ ত্যাগের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত আলাপ আলোচনা করছেন। 

এর আগে, গত মার্চে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জহুর বিশ্ববাসীর প্রতি ইউক্রেনকে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড