Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

শান্তি স্থাপনের আগ্রহ নেই পুতিনের, মন্তব্য ন্যাটো মহাসচিবের

আজকের পত্রিকা ডেস্ক­

শান্তি স্থাপনের আগ্রহ নেই পুতিনের, মন্তব্য ন্যাটো মহাসচিবের
মার্ক রুটে। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে শান্তি স্থাপনের কোনো আগ্রহ নেই, এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধের সূচনা করেছে, তারও সমালোচনা করেন মার্ক রুটে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন নতুন করে আরও অঞ্চল দখলের চেষ্টা করছেন। কারণ, তিনি মনে করছেন, তিনি ইউক্রেনীয়দের দেশ রক্ষার সংকল্পকে গুঁড়িয়ে দিতে পারবেন।

গত মাসে দায়িত্ব নেওয়া ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন আরেকটি শীতের মধ্যে প্রবেশ করছে। অথচ রুশ আগ্রাসন প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং এর উল্টোটা দেখা যাচ্ছে। পুতিন তাঁর বাগাড়ম্বর ও বেপরোয়া কর্মকাণ্ড আরও বাড়িয়ে তুলছেন।

রাশিয়া এখন ইউক্রেনকে ‘পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকেন্দ্র’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মার্ক রুটে।

পুতিন ও উইটকফের সাক্ষাতে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার প্রসঙ্গ

যে কারণে পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানে সমাহিত করা হবে না

ভূখণ্ড ছাড়তে ‘রাজি’ ইউক্রেন, ট্রাম্প-পুতিনের অনুকূলে যুদ্ধবিরতি কি হয়েই যাচ্ছে

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

লন্ডনে সুপারশপ থেকে চুরির মাল বিক্রি হচ্ছে সস্তায়, আড়াই কোটি টাকার পণ্য উদ্ধার

পুতিন থামো—কিয়েভে বড় হামলার পর ট্রাম্পের হুংকার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি

মানুষের খুলি দিয়ে তৈরি পাত্রে পান করতেন অক্সফোর্ডের অধ্যাপকেরা, চাঞ্চল্যকর দাবি