হোম > বিশ্ব > ইউরোপ

বন্যার্তদের দেখতে গিয়ে তোপের মুখে স্পেনের রাজা-রানি, কাদা ছুড়ল বাসিন্দারা

অনলাইন ডেস্ক

স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গেলে ক্ষুব্ধ জনতার ছোড়া কাদা রাজা ষষ্ঠ ফিলিপের মুখে ও কাপড়ে লাগে। ছবি: সংগৃহীত

স্পেনের রাজা ফিলিপ ও রানি লেটিজিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে ভ্যালেনসিয়া রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্যটিতে যাওয়ার পরপরই তাঁরা স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন। উত্তেজিত বাসিন্দারা তাঁদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করেন।

তবে তাঁরা পিছু হটেননি। বাসিন্দারা গালমন্দ আর ডিম ছোঁড়া সত্ত্বেও তাঁদের খবর নিয়েছেন। দেশটিতে বন্যায় ২০০ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

গতকাল রোববার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আঞ্চলিক গভর্নর কার্লোস ম্যাজনের সঙ্গে ভ্যালেনসিয়া শহর পরিদর্শনে যান রাজা ফিলিপ। সেখানে যাওয়ার পরই তার বিরুদ্ধে খুনি খুনি স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বন্যার জন্য স্থানীয়রা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেছেন।

ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার জন্য তারা প্রস্তুতি নেওয়ার পরই উত্তেজিত বাসিন্দারা তাদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করে। একপর্যায়ে রাজা, আঞ্চলিক গভর্নর এবং প্রধানমন্ত্রীকে তাঁরা অপমান করেন। এ সময়ে তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ছাতা খুলে ছুড়ে মারা ডিম থেকে তাদের রক্ষায় চেষ্টা করেন।

বাসিন্দাদের অপমান উপেক্ষা করেও রাজা ফিলিপ একজনের সঙ্গে কথা বলেন। এ সময় তার মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হয়। পুলিশ উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। অন্যদিকে রানি লেটিজিয়াও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

স্পেনে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১৪ জন নিহত হয়েছে। সম্প্রতি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারীর মরদেহ তার ঘর থেকে ১২ কিলোমিটার দূরে পাওয়া যায়।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন