Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

এবার দখল হলো ব্রিটেনের মিয়ানমার দূতাবাস

অনলাইন ডেস্ক

এবার দখল হলো ব্রিটেনের মিয়ানমার দূতাবাস

ব্রিটেনের মিয়ানমার দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে বের করে দিয়ে সেটি দখলে নিয়েছে জান্তা সমর্থিত ব্যক্তিরা। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন বলেন, সেনাদের সঙ্গে সংযোগ রয়েছে এমন ব্যক্তিরা দূতাবাস দখলে নিয়েছে।  

গত ফেব্রুয়ারিতে সেনাদের হাতে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট  উইন মিন্ট গ্রেফতার হওয়ার পর একটি বিবৃতির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন  কিয়াও জোয়ার মিন। এ নিয়ে গত মাসে তাঁকে ডেকে পাঠায় মিয়ানমারের সেনা সরকার।

কিয়াও জোয়ার মিনের ওই বিবৃতি দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবও টুইট করেছিলেন। বিবৃতিতে  কিয়াও জোয়ার মিন বলেছিলেন, কূটনীতি হলো বর্তমান অচলাবস্থার একমাত্র প্রতিক্রিয়া এবং জবাব।

এদিকে রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার ঘটনায় লন্ডনের অবস্থিত মিয়ানমারের দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনারা দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে এর বিরোধিতা করছে ব্রিটেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় অং সান সু চিসহ তার দলের কয়েক হাজার কর্মী-সদস্য-সমর্থকদের। এরপর থেকে মিয়ানমার শুরু হওয়া সেনাবিরোধী আন্দোলনে ৪৬ শিশুসহ কমপক্ষে ৫৫০ জন নিহত হয়েছে।

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা