হোম > বিশ্ব > ইউরোপ

যৌন অপরাধে ভাইসহ গ্রেপ্তার ইন্টারনেটের পরিচিত মুখ অ্যান্ড্রু টেট  

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’

রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।

টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।

বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন