হোম > বিশ্ব > ইউরোপ

তেলের নির্ধারিত দাম ‘মানবে না’ রাশিয়া

বেঁধে দেওয়া তেলের দাম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (৩ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পশ্চিমাদের নির্ধারণ করা তেলের দাম রাশিয়া ‘মানবে না’ এবং কীভাবে এর জবাব দেওয়া যায় সেই উপায় খোঁজা হচ্ছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে শুক্রবার বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয়। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবারও রাশিয়ার উরালস অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ৬৭ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বিশেষভাবে লাভবান হবে।

এক বিবৃতিতে ইয়েলেন বলেন, ‘রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যে সংকুচিত হওয়ার পাশাপাশি বাজেটও সম্প্রসারণের ওপর চাপ পড়ছে। এখন তেলের দাম নির্ধারণ অবিলম্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসকে সংকুচিত করবে।’

রাশিয়ার তেলের দাম নির্ধারণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। শুক্রবার জি-৭ ও অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই দাম নির্ধারণে সম্মত হয়। আগামী ৫ ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে পশ্চিমাদের নির্ধারিত দাম কার্যকর হবে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন