Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

পরবর্তী মহামারি কোভিডের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে: সারাহ গিলবার্ট

অনলাইন ডেস্ক

পরবর্তী মহামারি কোভিডের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে: সারাহ গিলবার্ট

পরবর্তী মহামারি কোভিডের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবক দলের সদস্য ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট। তিনি বলেছেন, ‘সত্য কথা এই যে পরবর্তী মহামারি আরও বেশি সংক্রামক, প্রাণঘাতী কিংবা উভয়ই হতে পারে।’

যুক্তরাজ্যের এক মিলনায়তনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সারাহ গিলবার্ট বলেন, ‘পরবর্তী ভাইরাসের বিরুদ্ধে লড়তে বিশ্বকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে আমরা যে জ্ঞানার্জন করেছি, সেটি হারিয়ে ফেলা যাবে না।’ 

বক্তব্যে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়েও কথা বলেন গিলবার্ট। করোনার এই নতুন ধরনটি অধিক সংক্রামক বলে উল্লেখ করেন তিনি। 

ওমিক্রন নিয়ে সারাহ গিলবার্ট বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে না পারছি, ততক্ষণ অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।’ 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫২ লাখ ৭৪ হাজার ৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২৬ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। করোনা থেকে সেরে উঠেছেন ২৩ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৯৭৭ জন।

বিশ্বের ‘সবচেয়ে সুখী দেশ’ ফিনল্যান্ড থেকে জীবনের ৫ শিক্ষা

ইউক্রেন বাঁচাতে ব্রিটেনে রুদ্ধদ্বার বৈঠকে ২০ দেশের সমরনেতারা

দুদকের দুর্নীতির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক: টিউলিপ

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

শর্তসাপেক্ষে ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত পুতিন

রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শে শোরগোল

ইউরোপকে নতুন বিশ্বব্যবস্থার জন্য প্রস্তুত হতে বললেন উরসুলা

পালানোর সময় কৌতুক অভিনেতাকে ধরে ফেলল রাশিয়া

নায়ক নাকি রাশিয়ার চর, বিলিয়নিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভক্ত জর্জিয়া

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে