Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

মস্কোর কনসার্টে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করল আইএস

অনলাইন ডেস্ক

মস্কোর কনসার্টে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করল আইএস

মস্কোর কাছে একটি কনসার্ট হলে হামলাকারী চারজনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান বা আইএসকে। জঙ্গি সংগঠনটি আজ শনিবার তাদের চার সদস্যের ছবি প্রকাশ করে বলছে, কনসার্ট হলে হামলা চালিয়েছে এই চারজন। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছেন।

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩। এদের মধ্যে গুলির আঘাতে অনেকেই যেমন মারা গেছে, তেমনি কনসার্ট হলে অগ্নিকাণ্ডেও মারা গেছে বেশ কয়েকজন।

ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’-এর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে ছবিটি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আমাক এক বিবৃতিতে বলেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর সঙ্গে ইসলামিক স্টেটের তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলা করা হয়েছে।

ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করলেও ইঙ্গিত পাওয়া গেছে, রাশিয়া এই হামলার সঙ্গে ইউক্রেনের যোগসূত্র খুঁজছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারী চার ব্যক্তি ইউক্রেনের দিকে পালিয়ে যাচ্ছিল। তারা সীমান্ত অতিক্রম করার আশা করছিল।

তবে ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এই হামলায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ জানিয়েছে ক্রেমলিন। রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলেছে, চার সন্দেহভাজন বন্দুকধারীকে ইউক্রেনের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ইউক্রেনে যোগাযোগ ছিল। গ্রেপ্তারকৃতদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে, পুতিন এই হামলাকারীদের ‘শত্রু’ এবং তাদের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, যেসব রাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পরাজিত করতে চায়, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে রাশিয়া প্রস্তুত।

পুতিন বলেন, ‘সব অপরাধী, অপরাধের সংগঠক এবং যারা এই অপরাধের নির্দেশ দিয়েছে তারা যে-ই হোক না কেন, তাদের ন্যায়সংগত এবং অনিবার্যভাবে শাস্তি দেওয়া হবে। যারা সন্ত্রাসীদের পেছনে দাঁড়িয়েছে, যারা রাশিয়ার বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে এই নৃশংস হামলা করেছে—আমরা তাদের চিহ্নিত করব এবং শাস্তি দেব।’

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প