Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কির অনুরোধ রাখল না ফিফা

অনলাইন ডেস্ক

জেলেনস্কির অনুরোধ রাখল না ফিফা

কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এই খেলা শুরু হওয়ার আগে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু ফিফা তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ফিফার সঙ্গে জেলেনস্কির কার্যালয়ের এখনো আলোচনা চলছে বলে সিএনএনের সূত্রটি জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে সিএনএন। মার্কিন এই গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের অনুরোধ অপ্রচলিত ও অবাস্তব। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেন যুদ্ধের ওপর বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এ ধরনের অনুরোধ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলন থেকে শুরু করে গ্যামি অ্যাওয়ার্ড ও কান ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছিলেন। এ ছাড়া তিনি শন পেন ও ডেভিড লেটারম্যানের মতো প্রখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারও দিয়েছেন। নানাভাবেই তিনি ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করার চেষ্টা করছেন। রাজনীতিতে নাম লেখানোর আগে ভলোদিমির জেলেনস্কি একজন অভিনেতা ছিলেন।

সিএনএন বলছে, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কাতারের স্টেডিয়ামে ভক্তদের কাছে ভিডিওর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর বার্তাটি পূর্বে ধারণকৃত হবে, নাকি সরাসরি সম্প্রচারিত হবে, তা জেলেনস্কির অফিস স্পষ্ট করেনি। তবে তাঁর অফিস জানিয়েছে, ফিফার কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্মিত হয়েছেন।

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা