হোম > বিশ্ব > ইউরোপ

এবার দীর্ঘতম রোজা আইসল্যান্ডে, স্বল্পদৈর্ঘ্য দক্ষিণপ্রান্তে

ত্যাগ ও সংযমের বার্তা নিয়ে হাজির হচ্ছে মাহে রমজান।  ইসলামের শরিয়াহ অনুযায়ী,  সূর্যোদয়ের আগেই খেয়ে নিতে হয় সেহরি। আর ইফতার করতে হয় সূর্যাস্তের পর। এর মাঝে নেই কোনো খাদ্য গ্রহণের সুযোগ। তবে ভৌগলিক অবস্থানের কারণে লম্বা সময় উপোস থাকার কারণে কারো কারো জন্য রোজা অপেক্ষাকৃত কঠিন হয়ে ওঠে।

বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের কয়েক ঘণ্টা পরই সেহরি খেতে হয়।  আবার এবার বিশ্বে মুসলমানদের সবচেয়ে বেশি ২০ ঘণ্টা রোজা পালন করতে হবে ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডের রেইকাজিক শহরে বাস করা মুসলমানদের এবার প্রায় ২০ ঘণ্টা রোজা পালন করতে হবে। এছাড়া উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ডের নুক শহরের মুসলিমদেরকেও এবার ২০ ঘণ্টা ধরে সিয়াম পালন করতে হবে।

এছাড়া এবার বিশ্বে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে ১১ থেকে ১২ ঘণ্টা। এসব দেশের তালিকায় রয়েছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের প্রান্তবর্তী দেশ দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি এবং নিউজিল্যান্ডের নাম।

উল্লেখ্য, বাংলাদেশে এবার ১৪ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। এছাড়া নরওয়ের কিছু অঞ্চলে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হবে না। এসব অঞ্চলের মানুষ মক্কা অথবা পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর সঙ্গে সময় মিলিয়ে রোজা পালন করবেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন