হোম > বিশ্ব > ইউরোপ

কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রুশ অর্থনীতি, পুতিনের স্বীকারোক্তি

রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন যে, দেশটির অর্থনীতি ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের ‘নিষেধাজ্ঞা’ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই কথা বলেছেন।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিউ কো–অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে পুতিন এই স্বীকারোক্তি দিয়েছেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।’ আজই এই নতুন কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিক, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ঋষির প্রথম ফোনকল।

ঋষি সুনাকের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন