হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন সংকট সমাধানে গোপনে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমা বিশ্ব: লাভরভ

অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে আগ্রহী পশ্চিম বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা এরই মধ্যে বিষয়টি নিয়ে দর-কষাকষির জন্য তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত মস্কোর স্বার্থ রক্ষিত হবে ততক্ষণ পর্যন্ত মস্কো এ ধরনের যেকোনো আলোচনার প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখে। 

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেইনিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সের্গেই লাভরভ বলেন—পশ্চিমা শক্তিগুলো ইউক্রেন সংকটের সমাধানের জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছেন। তবে লাভরভ নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।

সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলোর নাম উল্লেখ করা প্রসঙ্গে লাভরভ বলেন, ‘এটি আমি বলতে চাই না, আমার বলার অধিকারও নেই।’ লাভরভ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সুপরিচিত নেতা, যার মধ্যে একজন নির্দিষ্ট পশ্চিমা নেতা বেশ কয়েকবার...অন্তত তিনটি ভিন্ন মাধ্যমে ইঙ্গিত পাঠিয়েছেন যে, কেন আমরা তা (আলোচনা) করব না। তিনি আমাদের বলেছেন, দেখা করুন এবং ইউক্রেন এবং ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে কার কী চাওয়া সে সম্পর্কে কথা বলুন।’ 

এ সময় লাভরভ বলেন, রাশিয়া সব সময়ই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কিয়েভ সব সময়ই অনিচ্ছুক ছিল বলেও অভিযোগ করেন তিনি। লাভরভ বলেন, ‘আমরা কখনই আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং এই প্রশ্নটি (কেন আমরা আলোচনা করব না) তা কখনোই আমাদের জিজ্ঞেস কর উচিত নয়।’

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন