রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে রাশিয়ার সংসদ। আজ শুক্রবার রুশ আইনপ্রণেতারা এই আইনে সম্মতি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইউক্রেনে হামলা চালানোর এক সপ্তাহ পর রাশিয়া এমন আইন করল।
আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।
পক্ষপাতমূলক খবর প্রচারের অভিযোগে রাশিয়ার সরকারি বার্তা সংস্থাগুলোর বিজ্ঞাপন থেকে আয়ের পথ বন্ধ করে দিয়েছে সার্চ জায়ান্ট গুগল ও ইউটিউব। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।