হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটো-যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সরাসরি ‘ভয়ংকরভাবে’ যুক্ত: লাভরভ 

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।

লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’

এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।

রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন