Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্বে অশ্বেতাঙ্গ

অনলাইন 

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্বে অশ্বেতাঙ্গ

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অশ্বেতাঙ্গরা। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় এমন রেকর্ড তৈরি হলো। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন ট্রাস। আর এতে অর্থমন্ত্রী করা হয়েছে কয়াসি কয়ার্টেংকে। কয়ার্টেং দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। ১৯৬০ সালের দিকে ঘানা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তাঁর বাবা-মা। 

এদিন প্রথম অশ্বেতাঙ্গ পররাষ্ট্রমন্ত্রীও পেয়েছে যুক্তরাজ্য। গুরুত্বপূর্ণ এই পদে জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন ট্রাস। ক্লেভারলির মা সিয়েরা লিওন বংশোদ্ভূত একজন কৃষ্ণাঙ্গ আর বাবা শ্বেতাঙ্গ। 

যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সুয়েলা ব্র্যাভারম্যানকে। তাঁর বাবা-মা ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা এখন থেকে দেশটির পুলিশ ও অভিবাসনসংক্রান্ত দায়িত্ব সামলাবেন। 

ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন লিজ ট্রাস। ছবি: টুইটারআন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে নাইজেরীয় বংশোদ্ভূত কেমি বেডনোচকে। কেমি প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি দেশটির বাণিজ্যমন্ত্রীর পদ সামলাবেন। 

গত সোমবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দলের নেতা হন লিজ ট্রাস। এর পরদিন মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। 

সব পুরুষকে যুদ্ধের প্রশিক্ষণ দেবে পোল্যান্ড

শটগান নিয়ে বিমানে ওঠার চেষ্টা, ধরে ফেললেন যাত্রীরা

জেলেনস্কিকে নিয়ে ইউরোপের নেতাদের শোডাউন, উত্তেজনা

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত