হোম > বিশ্ব > ইউরোপ

রুশ সেনাদের খাবার সরবরাহে বাজেয়াপ্ত মার্কিন কোম্পানিকে ব্যবহারের পরিকল্পনা মস্কোর

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার সেনাবাহিনীর জন্য খাদ্য সরবরাহের কাছে জব্দ করা মার্কিন কোম্পানিকে ব্যবহার করতে চায় মস্কো। ছবি: তাস

রুশ সেনাবাহিনীর সদস্যের খাদ্য-রসদ সরবরাহের জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আস এই সংক্রান্ত পরিকল্পনার এক নথি থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন মালিকানাধীন কোম্পানিকে রুশ সৈন্যদের খাদ্য সরবরাহের জন্য ব্যবহারের পরিকল্পনা করছে। এই পদক্ষেপ মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে।

যুক্তরাষ্ট্র ও ক্রেমলিন যখন ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করছে, তখন গত বছরের অক্টোবরে বাজেয়াপ্ত হওয়া ক্যানড ফুড প্রস্তুতকারক গ্লাভপ্রোডাক্ট আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এটিই একমাত্র আমেরিকান মালিকানাধীন সংস্থা যেটিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই কোম্পানির সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনরায় নির্ধারণের আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।

রয়টার্সের দেখা চিঠি অনুসারে, স্থিতিশীল উৎপাদন নিশ্চিত করার জন্য এই বাজেয়াপ্তকরণ জরুরি ছিল। চিঠিতে রাশিয়ার ন্যাশনাল গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থায় এই কোম্পানিকে ব্যবহার করার কথাও বলা হয়েছে। চিঠিটি গ্লাভপ্রোডাক্টের নতুন ব্যবস্থাপনা পরিষদ রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কাছে লিখেছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক লিওনিদ স্মিরনভের কাছ থেকে বাজেয়াপ্ত করার পর গ্লাভপ্রোডাক্ট এখন রাশিয়ার ফেডারেল সম্পত্তি ব্যবস্থাপনা সংস্থা রোসিমুশেচেস্টভোর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং রোসিমুশেচেস্টভো গ্লাভপ্রোডাক্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর নতুন ব্যবস্থাপনা নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রাশিয়ার সরকারি আইনজীবীরা স্মিরনভ এবং তাঁর নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর বিরুদ্ধে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ দশমিক ৩৮ বিলিয়ন রুবল বা ১৭ মিলিয়ন ডলার রাশিয়া থেকে পাচারের অভিযোগ এনেছেন।

প্রসিকিউটর জেনারেলের অফিসের অনুরোধে ১২ মার্চ মস্কো আরবিট্রেশন কোর্ট গ্লাভপ্রোডাক্টের সম্পদ বাজেয়াপ্ত করে। ১৮ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। স্মিরনভ কোনো ভুল কাজ করেননি বলে দাবি করেছেন। তিনি এই মামলাকে তাঁর কোম্পানি ছিনিয়ে নেওয়ার জন্য ‘রাশিয়ান-স্টাইলের করপোরেট রেইড’ বলে অভিহিত করেছেন। রুশ প্রসিকিউটর জেনারেল তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

প্রায় এক ডজন ইউরোপীয় কোম্পানির রুশ শাখা প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ডেনিশ ব্রুয়ার কার্লসবার্গ এবং ফিনিশ ইউটিলিটি ফোরটামও রয়েছে। ক্রেমলিন আরও সম্পদ বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছে।

ইউক্রেন আগ্রাসন দ্রুত শেষ হওয়ার কথা ছিল। তবে যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে। এর ফলে রাশিয়া প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে এবং কৌশলগত সম্পদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ২০২২ সালে রাশিয়া খাদ্যসহ সামরিক সরবরাহের জন্য হিমশিম খাচ্ছিল।

রয়টার্স দেখা চিঠিটি এই বাজেয়াপ্তকরণ থেকে কারা লাভবান হবে, সে বিষয়ে আলোকপাত করে। চিঠিতে বলা হয়েছে, খাদ্য উৎপাদনকারী সংস্থা দ্রুজবা নারোদভের অনুরোধে রোসিমুশেচেস্টভো গ্লাভপ্রোডাক্টের নতুন মহাপরিচালক নিয়োগ করেছে।

২০১৮ সালের এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, দ্রুজবা নারোদভ ২০১৯-২০ সালের জন্য রাশিয়ার ন্যাশনাল গার্ডের একমাত্র সরবরাহকারী ছিল। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, গ্লাভপ্রোডাক্ট এর আগে কখনো রাশিয়ার সেনাবাহিনীকে সরবরাহ করেনি।

প্রয়াত বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনির দুর্নীতিবিরোধী তহবিলের ২০১৮ সালের একটি অনুসন্ধানে জানা গেছে যে তৎকালীন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ ২০১৭ সালে দ্রুজবা নারোদভকে ন্যাশনাল গার্ডের একমাত্র সরবরাহকারী হিসেবে অনুমোদন দিয়েছিলেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন