হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে করোনার অতিসংক্রামক দুটি ধরন শনাক্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে করোনাভাইরাসের অতিসংক্রামক দুটি নতুন ধরন শনাক্ত হয়েছে। ফলে ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।

ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে অতিসংক্রামক বিকিউ.১ ও এক্সবিবি নামে দুটি ধরন শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে বিকিউ পয়েন্ট ওয়ান শনাক্ত হয়েছে ৭০০ জনের শরীরে। আর কথিত এক্সবিবি ধরনে আক্রান্ত শনাক্ত হয়েছে অন্তত ১৮ জন।

বিকিউ.১ ও এক্সবিবি অতিসংক্রামক অমিক্রনেরই উন্নত ধরন। এ দুটি ধরন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা খুব একটা প্রতিহত করতে পারবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসছে নভেম্বরের শেষ নাগাদ এর জেরে করোনার নতুন ঢেউ ইউরোপের পাশাপাশি উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে।

করোনার নতুন ধরন নিয়ে গবেষণা এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ। সংস্থার ক্লিনিক্যাল অ্যান্ড ইমার্জিং ইনফেকশন বিভাগের পরিচালক মীরা চান্দ বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় টিকা কর্মসূচিতে জোর দেওয়ার বিকল্প নেই।

এর আগে গত মাসে অতিসংক্রামক ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাইরোলজিস্ট লরেন্স ইয়াং। তিনি বলেন, নতুন ধরনে সংক্রমণ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।

২০২০ সালের শুরুতে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনার সংক্রমণ ৬৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ৬৫১ জনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই প্রাণ গেছে ১০ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। আর যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৭৩ জনের।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন