হোম > বিশ্ব > ইউরোপ

মাঠের লড়াইয়ের আগেই সংঘর্ষে জড়াল ফ্রান্স-মরক্কোর সমর্থকেরা, পুলিশের টিয়ার গ্যাস

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপ-২০২২ উপহার দিচ্ছে একের পর এক চমকের। তবে এটি হৃদয়ভাঙার গল্পও বটে। গত রাতে রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করেছে মরক্কো। 

এবারের আসরে একেবারেই ভিন্ন এক মরক্কোকে চিনছে বিশ্ব। অপ্রতিরোধ্য মরক্কোর সামনে এবার বাধা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। দুই দল মাঠে মুখোমুখি হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

রোববার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে প্যারিসের চ্যাম্পস-এলিসিসে সেমিফাইনালে কোয়ালিফাই হওয়ার আনন্দ উদ্‌যাপন করছিলেন ফ্রান্স ও মরক্কোর সমর্থকেরা। এ সময় তাঁরা সংঘর্ষে জড়ান। পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি শান্ত করে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মরক্কো-পর্তুগাল মধ্যকার ম্যাচের পরপরই মরক্কোর হাজার হাজার সমর্থক প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে জাতীয় পতাকা হাতে জড়ো হন। তাঁরা নেচে-গেয়ে বিজয় উদ্‌যাপন করতে থাকেন। পরে রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ফ্রান্সের সমর্থকেরাও একই জায়গায় বিজয় উদ্‌যাপন করতে জড়ো হন। পরে মরক্কো-ফ্রান্স সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। 

রয়টার্সের ফুটেজে সংঘর্ষ থামাতে পুলিশকে টিয়ার গ্যাসের শের ছুড়তে দেখা যায়। কিছু উত্তেজিত সমর্থক দোকানপাট ভাঙচুর করে। চ্যাম্পস-এলিসিসের নিকটবর্তী অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডেও এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।  

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন