অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপ-২০২২ উপহার দিচ্ছে একের পর এক চমকের। তবে এটি হৃদয়ভাঙার গল্পও বটে। গত রাতে রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করেছে মরক্কো।
এবারের আসরে একেবারেই ভিন্ন এক মরক্কোকে চিনছে বিশ্ব। অপ্রতিরোধ্য মরক্কোর সামনে এবার বাধা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। দুই দল মাঠে মুখোমুখি হওয়ার আগেই উত্তাপ ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।
রয়টার্সের ফুটেজে সংঘর্ষ থামাতে পুলিশকে টিয়ার গ্যাসের শের ছুড়তে দেখা যায়। কিছু উত্তেজিত সমর্থক দোকানপাট ভাঙচুর করে। চ্যাম্পস-এলিসিসের নিকটবর্তী অ্যাভিনিউ ডি ফ্রিডল্যান্ডেও এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।