Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

বিপুল হতাহতের পর যুদ্ধক্ষেত্র থেকে উধাও উ. কোরিয়ার সেনারা: ইউক্রেন

অনলাইন ডেস্ক

বিপুল হতাহতের পর যুদ্ধক্ষেত্র থেকে উধাও উ. কোরিয়ার সেনারা: ইউক্রেন
ছবি: সিএনএন

ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে মোতায়েন থাকা উত্তর কোরিয়ার সেনাদের কয়েক সপ্তাহ ধরে আর দেখা যাচ্ছে না। তারা হয়তো ব্যাপক হতাহতের কারণেই পিছু হটতে বাধ্য হয়েছে।

আজ শুক্রবার ইউক্রেনের বিশেষ বাহিনীর মুখপাত্র কর্নেল ওলেক্সান্ডার কিন্দ্রাতেনকো সিএনএনকে বলেছেন, ‘গত তিন সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সম্ভবত তারা বড় ক্ষতির সম্মুখীন হয়ে সরে যেতে বাধ্য হয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াকের মতে, উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতির কারণেই কিছু উত্তর কোরীয় ইউনিটকে ফ্রন্টলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, প্রায় ১২ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে। এর মধ্যে আনুমানিক ৪ হাজার সেনা নিহত বা আহত হয়েছে।

গত নভেম্বরে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়ছিল এই সেনাদের। মূলত রাশিয়ার ভেতরে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের প্রতিহত করার দায়িত্ব ছিল তাদের ওপর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ইতিপূর্বে দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী এখনো রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে এবং রুশ বাহিনী পিছু হটাতে পারেনি। গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে এক বক্তব্যে তিনি বলেন, ‘কুরস্কে রাশিয়ার ৬০ হাজার সেনা রয়েছে। আর তাদের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়ার ১২ হাজার সেনা। এর মধ্যে এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই নিহত হয়েছে।’

সিএনএন-এর পূর্ববর্তী এক প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরীয় সেনারা নৃশংস ও আত্মঘাতী যুদ্ধ কৌশল ব্যবহার করছে। কিছু ক্ষেত্রে তারা ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে নিজেদের গ্রেনেড দিয়ে উড়িয়ে দিচ্ছে। এ ছাড়া তাদের নেতার প্রতি আনুগত্যের প্রতিজ্ঞা লেখা নোট যুদ্ধক্ষেত্রে ফেলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

উত্তর কোরিয়ার সেনাদের সম্পর্কে ইউক্রেনের ষষ্ঠ বিশেষ বাহিনীর এক কমান্ডার (নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হয়নি) সিএনএনকে বলেন, ‘ওরা সবাই তরুণ, প্রশিক্ষিত এবং দৃঢ় মানসিকতার সৈনিক। কিন্তু তারা কখনোই ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করেনি। সর্বোচ্চ ১৯৮০ সালের যুদ্ধ কৌশলের জন্য প্রস্তুতি আছে তাদের।’

তবে আরেকজন ইউক্রেনীয় সৈনিক জানিয়েছেন, উত্তর কোরিয়ার সেনারা গুলি করে ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে। এ থেকেই বোঝা যায়, তাদের উচ্চ মানের প্রশিক্ষণ রয়েছে।

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট