Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

লুকাশেঙ্কোর দাবি: প্রিগোঝিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন পুতিন, বাঁচিয়েছিলেন তিনি 

লুকাশেঙ্কোর দাবি: প্রিগোঝিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন পুতিন, বাঁচিয়েছিলেন তিনি 

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনার বিদ্রোহ ঘোষণার পর বাহিনীটিকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাঁকে সেই কাজ করা থেকে বিরত রাখেন। গতকাল শুক্রবার বেলারুশের সংবাদ সংস্থা বেলটিএর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চলতি বছরের জুন মাসের ২৩-২৪ তারিখে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভাগনার। এমনকি তারা ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য রাশিয়া সামরিক হস্তক্ষেপের আগেই লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ স্থগিত করে বেলারুশে চলে যান। সঙ্গে ভাগনার বাহিনীর একাংশও চলে যায়। 

বিদ্রোহের সময় পুতিন কড়া জবাব দিতে চেয়েছিলেন ভাগনারকে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট তাঁকে বুঝিয়ে শান্ত করেন। লুকাশেঙ্কো বলেন, সে সময় তিনি পুতিনকে প্রভাবিত করেছিলেন যেন তিনি প্রিগোঝিন ও ভাগনারকে নিশ্চিহ্ন করে না ফেলেন। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি লুকাশেঙ্কো।

প্রিগোঝিনের মৃত্যুতে পুতিনের হাত রয়েছে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে বেলারুশের প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেন, ‘আমি বিশ্বাস করি এই দুর্ঘটনার সঙ্গে পুতিনের জড়িত থাকার কোনো কারণ নেই।’ 

বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি পুতিনকে চিনি: তিনি খুবই হিসেবি, খুবই শান্ত এবং ধীরস্থির।’ পুতিন জড়িত নয় উল্লেখ করে ক্রেমলিনের ঘনিষ্ঠ এই মিত্র বলেন, ‘আমি কল্পনাও করতে পারি না পুতিন এটি করেছেন এবং এর জন্য পুতিনকে দোষারোপ করতে হবে। এটি খুবই উগ্র এবং অপেশাদার কাজ।’ 

এদিকে ভাগনার-প্রধানের মৃত্যুর পর বাহিনীর কী হবে, সে বিষয়ে লুকাশেঙ্কো বলেন—বাহিনীর সদস্যরা বেলারুশে রয়ে যাবেন। তিনি বলেন, ‘ভাগনার টিকে গেছে, টিকছে এবং বেলারুশে টিকে থাকবে। আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভাগনার বেলারুশে থেকে যাবে।’

পুতিন ও উইটকফের সাক্ষাতে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার প্রসঙ্গ

যে কারণে পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানে সমাহিত করা হবে না

ভূখণ্ড ছাড়তে ‘রাজি’ ইউক্রেন, ট্রাম্প-পুতিনের অনুকূলে যুদ্ধবিরতি কি হয়েই যাচ্ছে

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

লন্ডনে সুপারশপ থেকে চুরির মাল বিক্রি হচ্ছে সস্তায়, আড়াই কোটি টাকার পণ্য উদ্ধার

পুতিন থামো—কিয়েভে বড় হামলার পর ট্রাম্পের হুংকার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি

মানুষের খুলি দিয়ে তৈরি পাত্রে পান করতেন অক্সফোর্ডের অধ্যাপকেরা, চাঞ্চল্যকর দাবি