হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি

ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি। পোল্যান্ডের পর ইউক্রেনীয় শরণার্থী গ্রহণের দিক থেকে হাঙ্গেরি দ্বিতীয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। 

শরণার্থীদের উষ্ণ আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের জন্য বিনা মূল্যে বাস, মিনিবাস ও গাড়ি ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের প্রতিটি আলাদা দাতব্য সংস্থাকে বরাদ্দ করা হয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ‘ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।’ 

ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’ 

ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। 

এদিকে জেনেভায় ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে এরই মধ্যে ৬ লাখ ৬০ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন