হোম > বিশ্ব > ইউরোপ

শান্তিচুক্তির নামে ইউক্রেনের আত্মসমর্পণ কাম্য নয়: মাখোঁ

ইউক্রেন যুদ্ধ নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে মাখোঁ। ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে যেকোনো শান্তিচুক্তির সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণে হওয়া উচিত নয়, এটি এমন কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়, যেখানে কোনো নিশ্চয়তা থাকবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল সোমবার দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাখোঁ।

ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে।

জবাবে মাখোঁ বলেন, ইউরোপ নিরাপত্তার দায়িত্ব ‘অধিকতর ন্যায্যভাবে ভাগ করে নেওয়ার’ প্রয়োজনীয়তা বোঝে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে হওয়া আলোচনা একটি অগ্রগতির পথ দেখিয়েছে।

আন্তরিকভাবে বৈঠক শেষ করলেও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে দুই নেতার মধ্যে কিছু স্পষ্ট মতপার্থক্য প্রকাশ পেয়েছে। যে কোনো শান্তিচুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হবে কি না এবং পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে—এসব বিষয়ে তাদের মধ্যে ভিন্নতা দেখা গেছে।

ট্রাম্প বলেন, তিনি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চান এবং একবার তা চূড়ান্ত হলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া সফর করবেন।

অন্যদিকে, মাখোঁ আরও সুসংগঠিত একটি পরিকল্পনার পক্ষে মত দেন, যেখানে প্রথমে একটি সাময়িক যুদ্ধবিরতি হবে, তারপর দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিস্তৃত শান্তিচুক্তি করা হবে।

মাখোঁ বলেন, ‘আমরা দ্রুত শান্তি চাই, কিন্তু এমন কোনো চুক্তি চাই না, যা দুর্বল।’

তবে, যে কোনো শান্তিচুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথায় দুই নেতাই একমত প্রকাশ করেন।

ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘তারা সম্মুখসারিতে থাকবে না। তারা কোনো সংঘাতের অংশ হবে না। তারা সেখানে থাকবে শুধু শান্তি নিশ্চিত করার জন্য।’

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপত্তি করবেন না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাঁকে বিশেষভাবে এ প্রশ্নটি করেছি। তাঁর এতে কোনো সমস্যা নেই।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ। তিনি বলেন, ‘এটি করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।’

রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে মাখোঁ ও ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন