হোম > বিশ্ব > ইউরোপ

‘বিদেশি এজেন্ট’ ঘোষণার পর বন্ধ হচ্ছে একটি রুশ পত্রিকা

অনলাইন ডেস্ক

সোবেসেডনিক নামে মস্কো-ভিত্তিক এক সাপ্তাহিক সংবাদপত্রকে গত সপ্তাহে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছিল রুশ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশনাটি বন্ধ করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এটির এক কর্মী। 

এ বিষয়ে মঙ্গলবার মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সোবেসেডনিক পত্রিকাকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে ঘোষণা করেছিল রুশ কর্তৃপক্ষ। পত্রিকাটির বিরুদ্ধে রাশিয়ার সরকারি নীতি সম্পর্কে ভুল তথ্য প্রদান এবং দেশটির সামরিক বাহিনী সম্পর্কে ভুয়া খবর প্রকাশের অভিযোগ আনা হয়। পাশাপাশি দাবি করা হয়, এটি ইউক্রেনে রাশিয়ার হামলারও বিরোধিতা করে। 

এবার পত্রিকাটির সংবাদদাতা এলেনা মিলচানভস্কা অন্য একটি স্বাধীন সম্প্রচারমাধ্যমকে বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে আমাদের অবশ্যই ঘোষণা করতে হচ্ছে যে, সোবেসেডনিককে বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর আমরা এর সব প্রকাশনা স্থগিত করতে বাধ্য হয়েছি।’ 

রুশ বিচার মন্ত্রণালয়ের তালিকায় সোবেসেডনিককে বিদেশি এজেন্ট ঘোষণাকে চ্যালেঞ্জ করা হবে বলেও উল্লেখ করেন এলেনা। 

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়নের প্রথম রঙিন সংবাদপত্র হিসাবে ১৯৮৪ সালে যাত্রা শুরু করা সোবেসেডনিক শুধু রাশিয়ায় নয়, লাটভিয়া, বেলারুশ, আর্মেনিয়া এবং ইসরায়েলেও প্রকাশিত হতো। 
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার পুতিনবিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর চার দিন পর তাঁকে নিয়ে দুই পৃষ্ঠার একটি বড় প্রবন্ধ প্রকাশ করে সোবেসেডনিক। প্রবন্ধটির কাভারে হাস্যরত নাভালনির বড় একটি ছবি ব্যবহার করা হয়েছে। 

এলেনা জানিয়েছেন, সংবাদপত্রটির প্রচার কমপক্ষে দুই থেকে তিন মাসের জন্য স্থগিত করা হবে। এই সময়ের মধ্যে এটি আদালতে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্তির বিরুদ্ধে লড়াই করবে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন