হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কিকে হত্যা করতে হামলা করা হয়নি ওদেসায়: মেদভেদেভ

অনলাইন ডেস্ক

সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। কিয়েভের অভিযোগ, জেলেনস্কিকে হত্যা করতেই এই হামলা চালিয়েছিল রাশিয়া। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউক্রেনের দাবিকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

গত বুধবার রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেসা পরিদর্শনে যান ভলোদিমির জেলেনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এই হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ সাইরেন বেজে উঠলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ইউক্রেন অভিযোগ করে, জেলেনস্কিকে হত্যা করতেই এই হামলা চালিয়েছিল রাশিয়া। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুসারে, তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ‘রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির ওপরেই হামলা চালাত, গাড়ি থেকে ৫০০ মিটার দূরে নয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওই আক্রমণ চালানো হয়নি।’ 

এদিকে, ফ্রান্স সফরে গেছেন মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু। সেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করে জানিয়েছেন, শুধু ইউক্রেন নয়, প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই একইরকম ব্যবহার করছে পুতিনের রাশিয়া। যেকোনো সময় মলদোভার ওপরও আক্রমণ নেমে আসতে পারে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন