হোম > বিশ্ব > ইউরোপ

ইইউয়ের ‘প্রার্থীর মর্যাদা’ ইউক্রেনকে যুদ্ধ জয়ের কাছাকাছি নিয়ে যাবে

ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনকে ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে দেশটি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জিতে যাবে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। 

এক টুইটে জেলেনস্কি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নে প্রার্থিতা পদের ব্যাপারে ইউরোপীয় কমিশনের ইতিবাচক অবস্থানের প্রশংসা করি। এটি ইইউয়ের সদস্যপদ প্রাপ্তির প্রথম ধাপ যা নিশ্চিতভাবে আমাদের জয়ের আরও অনেক কাছাকাছি নিয়ে যাবে।’ 

জেলেনস্কি টুইটে আরও বলেন, ‘আমি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রতিটি সদস্য দেশের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, এই বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের কাছ থেকেও ইতিবাচক সিদ্ধান্তই আসবে।’ 

এদিকে, একই বিষয়ে ইউক্রেনীয়দের হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামিহাল বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। এই টুইটে শ্যামিহাল লিখেন, ‘এই সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়নের কাছে কৃতজ্ঞ। এটি ইউক্রেনকে ইউরোপের অভ্যন্তরীণ বাজারের সঙ্গে একীভূত হতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ইউক্রেনকে পুনর্গঠন করে আবারও ইউরোপের মানে নিয়ে যাবে।’ 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন