হোম > বিশ্ব > ইউরোপ

প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে সুনাক, লড়াই করবেন বরিসও

লিজ ট্রাসের আকস্মিক পদত্যাগের পর কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার চেষ্টা করবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ঋষি সুনাকের সমর্থকেরা বলেছেন, প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ১০০ জন কনজারভেটিভ এমপির সমর্থন তিনি ইতিমধ্যেই পেয়েছেন। তবে বিবিসি বলেছে, তারা ৯৩ জন সমর্থকের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে। এদিকে ঋষি সুনাক এখনো নিশ্চুপ। তিনি প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামবেন কি না, সে ব্যাপারে এখনো স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি।

এদিকে ক্যারিবিয়ানে অবকাশযাপনে থাকা বরিস জনসন লন্ডনের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে। তিনি আবারও প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামবেন বলে বাতাসে জোর গুঞ্জন ভাসছে। বাণিজ্যমন্ত্রী স্যার জেমস ডুড্রিজ বলেছেন, বরিস জনসন তাঁকে জানিয়েছেন যে তিনি এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন।

আরেকটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসা ঋষি সুনাককে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন বরিস জনসন। তিনি ঋষি সুনাককে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বলেছেন।

এখন পর্যন্ত হাউস অব কমন্সের নেতা পেনি মরডন্ট একামাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি আমার সহকর্মীদের সমর্থনের কারণেই এক নতুন যাত্রা শুরু করতে উৎসাহিত হয়েছি। তাঁরা জাতীয় স্বার্থেই একটি ঐক্যবদ্ধ দল ও নেতৃত্ব দেখতে চান।’

আগামী সোমবার দুপুর ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রার্থিতার ঘোষণা দেওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নামতে কমপক্ষে ১০০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা সুয়েলা ব্র্যাভারম্যানও প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে নামবেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন