অনলাইন ডেস্ক
করেনা আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রোববার ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বিষয়টি জানিয়েছে।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, রানি মৃদু ঠান্ডার উপসর্গে ভুগছেন। তবে তিনি নিয়মিত রাজকার্য পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
বাকিংহাম প্যালেসের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি চিকিৎসা নিতে থাকবেন এবং প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবেন।’