হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার প্লাতান ইনস্টিটিউটের অফিস ভবনে হঠাৎ আগুন, নিহত ৮ 

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি বহুতল অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখা থেকে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাসকে জানিয়েছে। নিহত ৮ জনের মধ্যে অন্তত ২ জন আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৬ জন মারা গেছেন আগুনে ভস্মীভূত হয়ে একটি অফিস সজ্জা ধসে পড়ার ফলে। 

অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে ৮ তলা ওই ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই ভবনটিতে কী ধরনের অফিস ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে। দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। 

স্থানীয় গভর্নর আন্দ্রে বরোভব বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত দুই ফায়ার সার্ভিস কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে। 

অগ্নিকাণ্ড থামাতে ঘটনাস্থলে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত বাহিনী ছাড়াও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। প্রাথমিকভাবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ছয়তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানা গেছে।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন