হোম > বিশ্ব > ইউরোপ

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দিতে ব্রিটিশ আদালতের আদেশ 

অনলাইন ডেস্ক

জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ দিয়েছে যুক্তরাজ্যের আদালত। এই আদেশের মধ্য দিয়ে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের মাত্র একটি ধাপ বাকি রইল। বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

এদিন রায় ঘোষণার আগে আদালতের বাইরে অ্যাসাঞ্জের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালেই আদালত আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ জারি করে। প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি প্রকাশে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে। 

তবে, আদালতের আদেশটি এখন বিবেচনার জন্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে যাবে। প্রীতিই সিদ্ধান্ত নেবেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কিনা। 

যদিও ব্রিটিশ আদালতের এই আদেশের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়টি অনেকটাই এগিয়ে গেল তবে, এই আদেশ মোকাবিলার আইনি বিকল্প এখনো রয়ে গেছে। আদালতের আদেশ রিভিউয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারবেন। এ জন্য আরও চার সপ্তাহ সময় রয়েছে অ্যাসাঞ্জের আইনজীবীদের হাতে। এবং প্রীতি প্যাটেল আবেদন মঞ্জুর করলে অ্যাসাঞ্জ বিচার বিভাগে আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন। 

জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতের সর্বশেষ কার্যক্রম দেখেছেন। উল্লেখ্য, অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দী। এর আগে, অ্যাসাঞ্জ ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হওয়ায় সুইডিশ আদালতের মুখোমুখি হওয়া এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের ভেতরে দীর্ঘ সাত বছর কাটিয়েছিলেন। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন