Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ধ্বংস করতে চাইলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না: মাখোঁ

অনলাইন ডেস্ক

রাশিয়াকে ধ্বংস করতে চাইলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধের উদ্দেশ্য যদি হয় ‘রাশিয়াকে ধ্বংস করা’, তাহলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না। এবং এই অঞ্চলের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘অনেকই বলে থাকেন এই যুদ্ধের লক্ষ্য হলো রাশিয়াকে ধ্বংস করা। তবে আমি আপনাদের বলতে চাই, আপনারা ভুল। যদি আপনারা রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্য রাখেন, তবে এখানে শান্তির জন্য কোনো ধরনের আলোচনাই শুরু হবে না।’ এ সময় মাখোঁ আরও বলেন, রাশিয়াকে ধ্বংস করা জেলেনস্কিরও উদ্দেশ্য নয়।

মাখোঁ বলেন, প্রেসিডেন্ট জেলনস্কি তাঁর দেশ রক্ষায় লড়ছেন এবং আমরা তাঁকে এ কাজে সহায়তা করতে চাই। এ বিষয়ে যাঁরা কথা বলেন এবং কোনো নেতার বক্তব্য অবশ্যই ইউক্রেনের আকাঙ্ক্ষার বাইরে যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ফ্রান্সের দায়িত্ব হলো এ ধরনের প্রশ্ন উত্থাপন রোধ করা। কারণ আমরা অনেক সময় যুদ্ধে জিতলেও শান্তি হারিয়ে ফেলি।’

এ সময় ইমানুয়েল মাখোঁ ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর আগের মন্তব্য ‘রাশিয়াকে খাটো করার’ উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, ‘এখানে ফ্রান্সের ভূমিকা হলো রাশিয়ার সঙ্গে আলোচনার একটি সম্ভাব্য যোগসূত্র স্থাপন করা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাশিয়া কিংবা ইউক্রেন কোনো পক্ষের তরফ থেকে আলোচনায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’ 

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার