হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ধ্বংস করতে চাইলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধের উদ্দেশ্য যদি হয় ‘রাশিয়াকে ধ্বংস করা’, তাহলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না। এবং এই অঞ্চলের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘অনেকই বলে থাকেন এই যুদ্ধের লক্ষ্য হলো রাশিয়াকে ধ্বংস করা। তবে আমি আপনাদের বলতে চাই, আপনারা ভুল। যদি আপনারা রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্য রাখেন, তবে এখানে শান্তির জন্য কোনো ধরনের আলোচনাই শুরু হবে না।’ এ সময় মাখোঁ আরও বলেন, রাশিয়াকে ধ্বংস করা জেলেনস্কিরও উদ্দেশ্য নয়।

মাখোঁ বলেন, প্রেসিডেন্ট জেলনস্কি তাঁর দেশ রক্ষায় লড়ছেন এবং আমরা তাঁকে এ কাজে সহায়তা করতে চাই। এ বিষয়ে যাঁরা কথা বলেন এবং কোনো নেতার বক্তব্য অবশ্যই ইউক্রেনের আকাঙ্ক্ষার বাইরে যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ফ্রান্সের দায়িত্ব হলো এ ধরনের প্রশ্ন উত্থাপন রোধ করা। কারণ আমরা অনেক সময় যুদ্ধে জিতলেও শান্তি হারিয়ে ফেলি।’

এ সময় ইমানুয়েল মাখোঁ ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর আগের মন্তব্য ‘রাশিয়াকে খাটো করার’ উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, ‘এখানে ফ্রান্সের ভূমিকা হলো রাশিয়ার সঙ্গে আলোচনার একটি সম্ভাব্য যোগসূত্র স্থাপন করা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাশিয়া কিংবা ইউক্রেন কোনো পক্ষের তরফ থেকে আলোচনায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’ 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন