অনলাইন ডেস্ক
সেলফ আইসোলেশনে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিনের ঘনিষ্ঠ কিছু মানুষ করোনা আক্রান্ত হওয়ায় সেলফ আইসোলেশনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ জন্য আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক বৈঠকে অংশ নিতে তাজিকিস্তানেও যাবেন না তিনি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রাশিয়া এ পর্যন্ত ৭১ লাখ ৭৬ হাজার ৮৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ২৪৯ জন।