অনলাইন ডেস্ক
স্পেনের মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় অনুসারে, আজ রোববার ভোর ৪টার দিকে আতালায়ায় অবস্থিত তিয়েত্রে নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি।
স্পেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘আতালায়ার নাইটক্লাবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত।’ মেয়র এ ঘটনায় শহরে তিনদিনের শোক ঘোষণা করেছেন।
ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। তাঁরা সকাল ৮ টার দিকে ওই ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের ফুসফুসে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরসিয়া শহর কর্তৃপক্ষ এ ঘটনায় হতহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে।