হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১ 

অনলাইন ডেস্ক

স্পেনের মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় অনুসারে, আজ রোববার ভোর ৪টার দিকে আতালায়ায় অবস্থিত তিয়েত্রে নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি।

স্পেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘আতালায়ার নাইটক্লাবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত।’ মেয়র এ ঘটনায় শহরে তিনদিনের শোক ঘোষণা করেছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। তাঁরা সকাল ৮ টার দিকে ওই ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের ফুসফুসে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরসিয়া শহর কর্তৃপক্ষ এ ঘটনায় হতহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন