হোম > বিশ্ব > ইউরোপ

অর্থমন্ত্রী হয়েই কর বাড়ানোর ইঙ্গিত জেরেমি হান্টের 

অনলাইন ডেস্ক

এক দিন আগেই ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কর বৃদ্ধির বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এই সতর্কবার্তা দেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর বৃদ্ধির কারণ হিসেবে জেরেমি হান্ট বলেছেন, ‘জনগণকে বাজেট দায়বদ্ধতা বিষয়ে আস্থায় না এনেই অতিরিক্ত করের অর্থ বাজেটে যোগ হবে এমন ভবিষ্যদ্বাণী করা একটি ভুল ছিল এবং প্রধানমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন। আর তাই আমি এখানে।’

কর বাড়ানোর পরিকল্পনা এবং তা থেকে সরে এসে আবারও আগের অবস্থানেই ফিরে এসেও আগের মতোই বাজেটের আকার বজায় রাখা একটি বিপর্যয়কর বাজেটের জন্ম দিতে যাচ্ছিল এবং এ বিষয়ে তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেংয়ের করা ‘ভুল’ স্বীকার করে জেরেমি হান্ট বলেছেন, ‘এ জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাস এখনো ক্ষমতা হারানোর হুমকিতে রয়েছেন।’

ব্রিটিশ অর্থমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং এবং ট্রাস প্রাথমিকভাবে উচ্চ আয়ের মানুষের জন্য কর কমাতে চেয়েছিলেন এবং অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি থেকে বাজেট বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তাঁদের বাজেট পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেছেন, এ দুটো ভুলের কারণে দেশটি রাজনৈতিক বিশৃঙ্খলা এবং টালমাটাল বাজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এ জন্য ট্রাসের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত এরই প্রেক্ষাপটে আগের পরিকল্পনা বাদ দিয়ে কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন