হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু, কট্টর ডানপন্থীদের বিজয়ের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার। স্থানীয় সময় সকাল থেকেই ভোট দিতে শুরু করেছেন ফরাসি ভোটাররা। অনুমান করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। 

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের ন্যাশনাল র‍্যালির কাছে ধরাশায়ী হয় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর দল। আর তাতেই শঙ্কিত হয়ে তড়িঘড়ি করে  ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন মাখোঁ। অভিবাসনবিরোধী ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সমালোচনাকারী নেতা মেরি ল পেনের দল দীর্ঘ সময় জনবিচ্ছিন্ন থাকলেও এখন ক্ষমতার খুব কাছাকাছি। 
 
গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ল পেন বলেন, ‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছি।’ তাঁর দল ন্যাশনাল র‍্যালির নেতা ২৮ বছর বয়সী জর্ডান বারদেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন তিনি। এ সময় ল পেন ব্যয়বহুল অর্থনৈতিক কর্মসূচি ও অভিবাসীর সংখ্যা কমাতে তাদের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। 

আরএন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তবে ফরাসি রাজনীতিতে অচলাবস্থা দেখা দিতে পারে। কারণ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষমতায় থাকবেন আরও তিন বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত। ফলে বিরোধী দুই পক্ষ ক্ষমতার দুই কেন্দ্র নিয়ন্ত্রণ করায় স্বাভাবিকভাবেই ভারসাম্য বজায় থাকবে না। বারদেলা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি নির্বাচিত হলে বৈশ্বিক ইস্যু তথা পররাষ্ট্র নীতিতে মাখোঁকে চ্যালেঞ্জ জানাবেন।

চলতি নির্বাচনে আরএনের জয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের অবস্থানেও পরিবর্তন আনতে পারে। কারণ ল পেন অতীতে একাধিকবার রাশিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। যদিও তাঁর দল বলছে, নির্বাচিত হলে তাঁরা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের রক্ষার লড়াইয়ে সহায়তা করবে। 

এদিকে জনমত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে আরএন জনপ্রিয়তায় এগিয়ে থেকে ৩৩ থেকে ৩৬ শতাংশ ভোট পেতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেতে পারে ১৮ থেকে ৩১ শতাংশ ভোট। অন্যদিকে এবারের নির্বাচনে ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট তৃতীয় অবস্থান থেকে ২০ থেকে ২৩ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন