হোম > বিশ্ব > ভারত

ইন্দিরা গান্ধীর ‘তৃতীয় ছেলের’ বিজেপিতে যোগদানের গুঞ্জন

অনলাইন ডেস্ক

ভারতের প্রবীণ কংগ্রেস নেতা ও ৯ বারের এমপি কমল নাথের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। এক বিধায়ক দাবি করেছেন, কমল নাথ এবং তাঁর ছেলে নকুল নাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন। সঙ্গে ১০-১২ জন বিধায়ক এবং একজন মেয়রও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। 

তবে এরই মধ্যে কমল নাথের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনি এখনো দল থেকে পদত্যাগ করেননি, তবে দলের ভেতরে এখন যা ঘটছে তাতে তিনি অসন্তুষ্ট। তিনি মনে করেন, যে সংগঠনে তিনি চার দশক আগে যোগ দিয়েছিলেন, সেটি আর একই নেই। 

এনডিটিভির সূত্রগুলো বলেছে, মধ্যপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী আজ শনিবার দিল্লিতে গেলেও এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেননি। শুধু বিজেপি মধ্যপ্রদেশের সভাপতি ভিডি শর্মার মতো নেতারা বলেছেন, কমল নাথকে বিজেপিতে স্বাগতম।

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাবাসী—যেই নির্বাচনী এলাকায় তিনি নয়বার এমপি হিসেবে জিতেছেন—চায় উন্নয়নের জন্য তিনি দ্রুত বিজেপিতে যোগ দিক। কংগ্রেসের সিনিয়র এই নেতা বিষয়টি বিবেচনা করছেন বলেও সূত্র জানিয়েছে। কমল নাথের ছেলে ও ছিন্দওয়াড়ার বর্তমান এমপি নকুল নাথও বাবার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা চলছে। 

নকুল নাথ বলেছেন, ‘কমল নাথ কংগ্রেস নেতৃত্বের কাছে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি মনে করেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত এবং দল এখন প্রবীণ নেতা জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল ও রণদীপ সুরজেওয়ালার সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে।’

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন না দেওয়ার কারণেই কমল নাথ অসন্তুষ্ট কি না জানতে চাইলে সূত্রগুলো জানায়, এটি সত্য নয়। সাবেক এই মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশে অশোক সিংকে মনোনয়ন দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন এবং সিনিয়র নেতা মীনাক্ষী নটরাজনকে চাননি, যিনি উচ্চকক্ষের জন্য রাহুল গান্ধীর পছন্দের প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং কমল নাথকে দল না ছাড়তে অনুরোধ করেছেন। কমল নাথ সম্পর্কে প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, ‘তিনি বিজেপিতে যোগ দেবেন—এমনটি ভাবা যায় না।’ গান্ধী-নেহরু পরিবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমল নাথ সব সময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানুষ কীভাবে বিজেপিতে যোগ দিতে পারেন?’ 

এদিকে আজ তাঁর ছেলে ও কংগ্রেসের এমপি নকুল নাথ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কংগ্রেসের নাম মুছে দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এনডিটিভির সূত্র বলছে, নকুল নাথ নিজের টুইটার অ্যাকাউন্টে কখনোই কংগ্রেসের নাম লেখেননি। 

এদিকে কমল নাথের দল ছাড়ার খবরকে আমলে নিচ্ছে না কংগ্রেস। দলটি বলছে, ১৯৭৯ সালে ছিন্দওয়াড়াতে তাঁর নির্বাচনী প্রচারকালে ইন্দিরা গান্ধী কমল নাথকে নিজের তৃতীয় ছেলে বলেছিলেন। এমন নেতা দল ছাড়তে পারেন না।

মধ্যপ্রদেশ কংগ্রেসের বর্তমান প্রধান জিতু পাটওয়ারী বলেছেন, ‘২০২০ সালে জোতিন্দ্রিয় সিন্দিয়া দল ছেড়ে যাওয়ার পর হাল ধরেছিলেন কমল নাথ। তাঁর নেতৃত্ব ও আদর্শেই দল এখন শক্তিশালী। তাই তাঁর দল ছাড়ার খবর ভিত্তিহীন।’ 

জিতু পাটওয়ারী আরও বলেন, ‘আপনি কখনো ভাবতে পারেন ইন্দিরা গান্ধীর তৃতীয় ছেলে কংগ্রেস ছেড়ে যাচ্ছেন? কমল নাথ কি ভাবতে পারেন?’

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন