হোম > বিশ্ব > ভারত

বান্ধবীকে ৩৫ টুকরো করেই ক্ষান্ত হননি, বাসায় এনেছিলেন নতুন প্রেমিকাকেও

অনলাইন ডেস্ক

আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের এই যুবক তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারকে (২৬) হত্যার পর ৩৫ টুকরো করে রেখেছিলেন রেফ্রিজারেটরে। এর পর ১৮ দিনে প্রতিদিন দুই টুকরো করে দাফন করেছেন দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে। এখানেই থেমে থাকেননি। কয়েক দিন পর বাসায় এনেছিলেন তাঁর আরেক বান্ধবীকেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে—শ্রদ্ধার সঙ্গে আফতাবের প্রায় ৩ বছরের সম্পর্ক ছিল। মুম্বাইয়ে শুরু হওয়া সেই সম্পর্ক শেষ হয় দিল্লিতে এসে। শ্রদ্ধার এক ভয়াবহ হত্যাকাণ্ডের মাধ্যমে। চলতি বছরের এপ্রিলে দিল্লিতে থাকতে শুরু করেন আফতাব এবং শ্রদ্ধা।

পুলিশ জানিয়েছে, শ্রদ্ধাকে হত্যার ১৫ থেকে ২০ দিন পর আফতাব একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আরও এক নারীর সঙ্গে পরিচিত হন। শুরু করেন ডেটিং। আফতাব তাঁর নতুন প্রেমিকাকে প্রায়ই তাঁর বাসায় ডেকে আনতেন। তখনো শ্রদ্ধার দেহের খণ্ডিতাংশ আফতাবের বাসার রেফ্রিজারেটরে রয়ে গিয়েছিল। কেবল তাই নয়, শ্রদ্ধার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে শ্রদ্ধার বিভিন্ন ছবি শেয়ার করে, পোস্ট দিয়ে তাঁর বন্ধুদের চোখে ধুলো দেওয়ারও চেষ্টা করেছেন।

পুলিশের দেওয়া তথ্যানুসারে, শ্রদ্ধাকে হত্যার পর আফতাব তাঁর দেহকে কেটে টুকরো টুকরো করে প্রথমে রেফ্রিজারেটরে রেখেছিল। কিন্তু নতুন প্রেমিকার সঙ্গে পরিচিত হওয়ার পর রেফ্রিজারেটর থেকে শ্রদ্ধার দেহের খণ্ডিতাংশ বের করে একটি আলমারিতে রাখেন। পুলিশের বক্তব্য অনুসারে, শ্রদ্ধাকে হত্যার আগে আফতাব গুগলে কীভাবে রক্ত পরিষ্কার করতে হয় এবং মানুষের শরীরের অঙ্গসংস্থান সম্পর্কে সার্চ করেছিলেন। 

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন