Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

অনলাইন ডেস্ক

শেয়ারবাজারে নিষিদ্ধ অনিল আম্বানি, ৬২৪ কোটি রুপি জরিমানা

ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তাঁর ও তাঁর নিয়ন্ত্রিত কোম্পানিগুলোকে ৬২৪ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের (আরএইচএফএল) তহবিল অন্যত্র সরানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ও দণ্ড দেওয়া হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনিল আম্বানি শেয়ারবাজারে কোনো কেনাবেচা করতে পারবেন না। 

এ ছাড়া, অনিল আম্বানিকে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির হোল্ডিং, সহযোগী কোম্পানিতে পরিচালক বা গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হতেও নিষেধ করা হয়েছে।

আরএইচএফএল মামলায় এসইবিআইয়ের চূড়ান্ত আদেশে অনিল আম্বানিকে ২৫ কোটি রুপি জরিমানা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় জড়িত থাকার অভিযোগে অনিল আম্বানি সংশ্লিষ্ট ২১টি কোম্পানির প্রতিটিকে ২৫ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। 

আরএইচএফএলের কর্মকর্তা অমিত বাফনা, রবীন্দ্র সুধালকার এবং পিঙ্কেশ আর শাহকে যথাক্রমে ২৭ কোটি, ২৬ কোটি ও ২১ কোটি রুপি করে জরিমানা করা হয়েছে। আর কোম্পানি হিসেবে আরএইচএফএলকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি।

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি