Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

‘এনকাউন্টারে’ নিহত মাওবাদী নেতা, ১ কোটি রুপি মাথার দাম কে পাবে

অনলাইন ডেস্ক

‘এনকাউন্টারে’ নিহত মাওবাদী নেতা, ১ কোটি রুপি মাথার দাম কে পাবে
চলতি বছর ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। ছবি: পিটিআই

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ১৪ মাওবাদী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ছত্তিশগড়-ওডিশা সীমান্তের একটি জঙ্গলে এই যৌথ অভিযান চলে। এ অভিযানে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা জয় রাম ওরফে চলপতি, যাঁর মাথার বিনিময়ে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) মিলে এই যৌথ অভিযান চালায়। অভিযানে মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের উৎখাতের ঘোষণা দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই অভিযান নকশালবাদের বিরুদ্ধে আরেকটি জোরালো আঘাত।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী একটি নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সিআরপিএফ, এসওজি ওডিশা ও ছত্তিশগড় পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ওডিশা-ছত্তিশগড় সীমান্তে ১৪ জন নকশালকে হত্যা করেছে। আমাদের নকশালমুক্ত ভারতের সংকল্প এবং নিরাপত্তাবাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে আজ নকশালবাদ বিলুপ্ত হতে চলেছে।’

এখন চলপতির মাথার দাম হিসেবে ঘোষিত ১ কোটি রুপি কে পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ প্রশ্নের জবাব না দিয়ে নিরাপত্তাকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।

চলতি বছর ছত্তিশগড়ে এখন পর্যন্ত পৃথক অভিযানে প্রায় ৪০ জন মাওবাদী নিহত হয়েছেন। ওডিশা পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৪ সালে মাওবাদী নিহতের সংখ্যা ২০০ জনেরও বেশি। নিহত মোট ২১৯ মাওবাদীদের মধ্যে ২১৭ জনই ছিলেন বাস্টার অঞ্চলের। সেই সঙ্গে ৮০০ জনেরও বেশি মাওবাদী গ্রেপ্তার এবং প্রায় ৮০২ জন মাওবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এ সময় মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ১৮ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং মাওবাদী সহিংসতায় ৬৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

১৬ মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

আরজি করে দলবদ্ধ ধর্ষণের প্রমাণ নেই, সিবিআইয়ের প্রতিবেদন

মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

৩-৬ মাসের মধ্যে ভারত ‘ধ্বংস’ হয়ে যাবে যদি...: মার্কিন শুল্ক নিয়ে চিদাম্বরমের সতর্কবার্তা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারতীয় মার্কিনেরা: সমীক্ষা

বুক চেপে ধরা ও পায়জামার ফিতা ছিঁড়ে ফেলা ‘ধর্ষণচেষ্টা নয়’, ভারতের হাইকোর্টের ‘জঘন্য’ রায়

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা