হোম > বিশ্ব > ভারত

বিয়ের এক মাস আগে হবু স্বামীর গলা কাটলেন তরুণী

এক মাস পরই বিয়ের কথা ছিল। কিন্তু হঠাৎ করে হবু বরকে সারপ্রাইজ দিতে চান পুষ্পা। হবু স্ত্রীর কথা শুনে নাচতে নাচতে সেই সারপ্রাইজ ডেটে গিয়েছিলেন রামু। কিন্তু ফিরলেন রক্তাক্ত হয়ে। হবু বউ তাঁর গলায় ছুরি চালিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে। ঘটনার শিকার রামু নাইড়ু কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী। গলায় গভীর ক্ষত নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি।

পুলিশের তথ্যমতে, বিশাখাপট্টনমের ছোদাভারামে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত রামু নাইড়ুর সঙ্গে আগামী মাসেই পুষ্পার বিয়ে ঠিক ছিল।

২২ বছর বয়সী পুষ্পা স্কুল থেকে ঝরে যাওয়া তরুণী। পুলিশ বলছে, রামুর সঙ্গে দেখা করার সময় তিনটি চাকু নিয়ে গিয়েছিলেন পুষ্পা। তবে আগে কখনো পুষ্পার অপরাধে জড়িত থাকার রেকর্ড নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এস গৌতমী।

পুলিশ জানিয়েছে, পুষ্পা তাঁর হবু বরকে কাছাকাছি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি মন্দিরে দেখা করতে বলেন। সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিকভাবে রামুর গলায় তিনি ছুরি চালিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। রামুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

পুষ্পা পুলিশকে জানিয়েছেন, তিনি নাইড়ুকে বিয়ে করতে চান না। কিন্তু মা-বাবা জোর করে তাঁর সঙ্গেই বিয়ে দিতে চান। এ নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু তাঁর কথায় কান দেয়নি কেউ।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি