হোম > বিশ্ব > ভারত

নিরাপত্তাবলয় ভেঙে মোদির জন্য মালা নিয়ে এল কিশোর

ভারতের কর্ণাটকে শোভাযাত্রা চলাকালে নিরাপত্তাবলয় ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে এক কিশোরকে মালা হাতে ছুটে আসতে দেখা গেছে। নিরাপত্তা বলয় ভেঙে ওই কিশোর ফুলের মালা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহন করা গাড়ির দিকে ছুটে আসে। 

এ সময় মোদির সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওই কিশোরকে সরিয়ে দেয়। তবে নরেন্দ্র মোদি কিশোরের মালাটি গ্রহণ করেন এবং হাত নেড়ে রাস্তার পাশে থাকা মানুষদের অভিবাদন জানান। 

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের হুবলিতে শোভাযাত্রা চলাকালে এক কিশোর হঠাৎ গাড়ির দিকে ছুটে আসে। প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ওই কিশোরকে সরিয়ে দেয়। প্রধানমন্ত্রী মালাটি গ্রহণ করে গাড়িতে থাকা নিরাপত্তায় নিয়োজিত সদস্যের হাতে দিয়ে দেন। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ওই কিশোরের বয়স ১১। কীভাবে সে নিরাপত্তাবলয় ভেঙে প্রধানমন্ত্রীর গাড়ির এত কাছাকাছি চলে এল সেটি জানা যায়নি। 

প্রধানমন্ত্রী মোদির জন্য পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। 

এর আগে গত বছর পাঞ্জাব সফরকালে নরেন্দ্র মোদির নিরাপত্তাবলয় ভাঙার ঘটনা ঘটেছিল। সে সময় ভারতের উচ্চ আদালত পাঞ্জাব পুলিশের ত্রুটির কথা জানিয়েছিল।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি