হোম > বিশ্ব > ভারত

প্রধানমন্ত্রী গুজরাটে আমাদের ৪ শতাংশ ভোট উপহার দিয়েছেন: কেজরিওয়াল 

অনলাইন ডেস্ক

আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও একহাত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, সিসোদিয়াকে হয়রানি শাপে বর হয়ে দেখা দেবে এএপির জন্য। তাঁর দাবি, এসব করার মাধ্যম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে এএপির ভোট আরও ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলেছেন, ‘মনীশ সিসোদিয়ার বাসায় অভিযানের পর থেকে গুজরাটে এএপির ভোটের হার ৪ শতাংশ বেড়েছে। তাঁকে গ্রেপ্তার করা হলে তা বেড়ে ৬ শতাংশে উন্নীত হবে এবং যদি তাঁকে দুই বার গ্রেপ্তার করা হয় তাহলে আমরা গুজরাটে সরকার গঠন করতে পারব। 

দিল্লি বিধানসভার এক অধিবেশনে কেজরিওয়াল এই মন্তব্য করেন। এ সময় তাঁর দলের বিধায়কেরা জোরে টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন। কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপির অপারেশন লোটাস যে ব্যর্থ হয়েছে তা প্রমাণ করার জন্য আমরা আজ একটি আস্থা প্রস্তাব এনেছি। আমাদের কোনো বিধায়ক দল পরিবর্তন করেননি।’ উল্লেখ্য, বিরোধীরা প্রায়ই বিজেপির রাজনৈতিক নাশকতা বোঝাতে অপারেশন লোটাস শব্দবন্ধটি উল্লেখ করে। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম। 

আম আদমি পার্টির সরকার কর্তৃক আনীত এই আস্থা প্রস্তাবে এএপির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৯ জন অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জন দেশের বাইরে এবং বাকি একজন সত্যেন্দর জৈন নামে একজন কারাবন্দী। ৫৯ জনরে মধ্যে ৫৮ জন বিধায়কই সরকারের পক্ষে ভোট দেন এবং অন্য একজন—দিল্লি বিধানসভার স্পিকার–তিনি ভোট দিতে পারেননি।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন