হোম > বিশ্ব > ভারত

গাড়ি কিনে ভারতের পতাকা দেখালেন তসলিমা নাসরিন!

অনলাইন ডেস্ক

নির্বাসিত লেখক তসলিমা নাসরিন গাড়ি কিনেছেন। আজ রোববার নিজের এক্স হ্যান্ডেল থেকে এই গাড়ির দুটি ছবিও পোস্ট করেছেন। সমালোচকেরা বলছেন, ‘আমার গাড়ি’ শিরোনামে পোস্ট করা ওই দুটি ছবিতে পরিকল্পিতভাবে ভারতীয় পতাকা দেখিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে ৩টার দিকে নিজের গাড়ির ছবি দুটি পোস্ট করেন তসলিমা নাসরিন। তবে গাড়িটি কোন মডেলের এবং কবে কিনেছেন—সেই বিষয়ে কোনো তথ্য দেননি। দুটি ছবিই গাড়ির ভেতর থেকে তোলা। এতে বাহ্যিক অংশ দেখা না যাওয়ায় ফলে গাড়িটি কোন রঙের—সেই বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। এর বদলে দেখা গেছে, ভেতর থেকে গাড়ির সামনে অংশে একটি শোপিসের সঙ্গে আড়াআড়িভাবে সেঁটে আছে দুটি ভারতীয় পতাকা।

দেখা গেছে, তসলিমা নাসরিনের সেই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেছেন। তাঁদের বেশির ভাগই গাড়ির জন্য লেখিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন মন্তব্য করেছেন, ‘আপনি ভারতের পতাকা দেখাচ্ছেন কেন?’ 

পোস্টের নিচে অনেকে ভারতীয় ‘জয় হিন্দ’ স্লোগানটিও লিখে দিয়েছেন। ভারতীয় পতাকার প্রসঙ্গ টেনে সেই দেশেরই একজন মন্তব্য করেছেন, ‘সেখানে তেরঙা (ভারতীয় পতাকা) দেখে ভালো লাগছে, আপনাকে ভালোবাসি।’ 

আরেকজন লিখেছেন, ‘আপনি কোন গানটি সবচেয়ে বেশি বাজান? ভারত ভাগ্য বিধাতা?’ 

তবে এক্সে পোস্ট করা ছবিগুলোর নিচে মন্তব্যকারীদের কারও প্রশ্নেরই উত্তর দেননি লেখিকা। 

উল্লেখ্য, একাধারে লেখক, চিকিৎসক, নারীবাদী ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদী হিসেবে পরিচিত তসলিমা নাসরিন ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। প্রথমে তিনি সুইডেন পরে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও বসবাস করেছেন। ২০০০ সাল থেকে তিনি ভারতে বসবাস করছেন। বিভিন্ন সময়ে বাংলাদেশে ফিরে আসার জন্য তাঁর আকুলতা দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন লেখায়।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন