গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে।
দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁকে নারী দিয়ে ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলা হয়েছিলে বলে দাবি করছে পুলিশ।
নয়াদিল্লির জওহরলাল নেহরু ভবন থেকে আজ শুক্রবার ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুনম শর্মা ওরফে পূজা নামে এক নারীর কাছে সরকারি গোপন তথ্য ও নথিপত্র পাচার করছিলেন। মূলত নারী বেশে পাকিস্তানি চর তাঁকে মোটা অঙ্কের টাকার প্রলোভনে ফেলে এই কাজ করায়।