হোম > বিশ্ব > ভারত

গরমে নাজেহাল দিল্লি

ডয়চে ভেলে

গরমের শুরুটা আরামেই কেটেছে ভারতের রাজধানী দিল্লির। বারবার বৃষ্টিতে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি। কিন্তু গত সপ্তাহ থেকে প্রবল গরমে হাঁসফাঁস করছে রাজধানী। আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। 

গত রোববার দুপুরে দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, নজফগরে তাপমাত্রা রেকর্ড ৪৬ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল। তবে সামগ্রিকভাবে দিল্লির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল। 

গতকাল সোমবার গরম আরও বেড়েছে। দুপুরে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁলে এবং তা টানা দুই দিন থাকলে তাকে তাপপ্রবাহ বলে। আজ মঙ্গলবার তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 

তবে আশার কথা, দিল্লির আকাশে পশ্চিমি ঝঞ্ঝার আভাস মিলেছে। ফলে আগামীকাল বুধবার দুপুর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। 

গরমের কারণে প্রতিবারের মতোই এবারও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য তাঁবু টানানো হয়েছে।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন