হোম > বিশ্ব > ভারত

ছত্তিশগড়ে আবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ২২

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার অঞ্চলে পৃথক দুটি অভিযানে অন্তত ২২ জন মাওবাদী ও একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দক্ষিণ বস্তারের বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৮ জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা গেছে, এই অভিযানে মাওবাদ দমনে স্থানীয়ভাবে গঠিত বাহিনী বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একজন সদস্যও নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের যৌথ দল গাংগালুর থানা এলাকায় একটি নকশালবিরোধী অভিযানে (এএনও) গিয়েছিল। সকাল ৭টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং তা দুপুর পর্যন্ত চলে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদসহ ১৮ জন নকশালির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

অন্যদিকে উত্তর বস্তারের কাঁকের-নারায়ণপুর সীমান্তেও মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিআরজি ও সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) যৌথ দলের সঙ্গে এখনো মাওবাদীদের গোলাগুলি চলছে।

এর আগে বেলা ১টা ৩০ মিনিটের দিকে এক বুলেটিনে পুলিশ জানায়, এই জায়গা থেকে চার মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনের মতো মাওবাদী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ জন নিহত হয়েছেন বস্তার এলাকায়।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি