Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আসামে ‘বাংলাদেশি’ গঞ্জনা সইতে না পেরে আত্মহত্যা

অনলাইন ডেস্ক

আসামে ‘বাংলাদেশি’ গঞ্জনা সইতে না পেরে আত্মহত্যা

‘বাংলাদেশি’ গঞ্জনা সইতে না পেরে আসামের মরিগাঁও জেলায় মানিক দাস (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে (এনআরসি) মানিক দাসের নাম থাকলেও ফরেনার্স ট্রাইব্যুনালে তিনি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য লড়ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও এটি এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের মরিগাঁও জেলার বরখাল গ্রামের বাসিন্দা ছিলেন মানিক দাস। তাঁর পরিবারের দাবি, ‘হতাশা ও মানসিক নির্যাতন’ থেকে তিনি আত্মহত্যা করেছেন।

মানিক দাসের ছেলে কার্তিক দাস বলেন, ‘ভারতের জাতীয় নাগরিকপঞ্জিতে নাম থাকা সত্ত্বেও তাঁকে বাংলাদেশি বলে নোটিশ পাঠানো হয়েছিল। আমাদের সবার নামই এনআরসিতে ছিল। পুলিশ কেন তাঁকে নোটিশ পাঠিয়ে মামলা করেছে তা আমরা জানি না। এনআরসিতে আমার বাবার নাম ছিল। পুরো প্রক্রিয়ার কারণে তিনি হতাশ ছিলেন । এতে তিনি মানসিক নির্যাতনের সম্মুখীন হন। যাদের নাম আসাম এনআরসিতে স্থান করে নিয়েছে, তাদের যদি বিদেশি বা বাংলাদেশি হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এনআরসি করে কী লাভ?’

মানিক দাসের এনআরসির ডকুমেন্ট সংগ্রহ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা যায়,  মানিক দাস ও তাঁর পুরো পরিবারের নাম ওই তালিকায় রয়েছে।  ২০১৯ সালের আগস্টে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হলেও নভেম্বরের ২০ তারিখ ফরেনার্স ট্রাইব্যুনাল মানিক দাসকে নোটিশ পাঠায়।

আসাম বর্ডার পুলিশ ২০০৪ সালে মানিক দাসকে বিদেশি আখ্যা দিয়ে মামলা করে। আর এ ঘটনার প্রায় ১৫ বছর পর তাঁকে এসংক্রান্ত নোটিশ দেওয়া হয়।  এই নোটিশের একটি অনুলিপিও এনডিটিভির কাছে রয়েছে।

মরিগাঁও পুলিশের সুপারিনটেনডেন্ট অপর্ণা নটরাজন এনডিটিভিকে বলেন, ‍‍‍‘মানিক দাসের পরিবার গত ২০ জানুয়ারি জাগি রোড থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। পরদিন তাঁর লাশ পাওয়া যায়। পরে সেটির ময়নাতদন্ত করা হয়েছে। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছি এবং কোনো সুইসাইড নোট পাইনি। আমরা মামলাটি তদন্ত করছি।’

মানিক দাসের আইনজীবী দীপক বিশ্বাস বলেন, ‘মানিক দাসের নামে প্যান কার্ড, আধার কার্ড ও জমির দলিলও ছিল।  আমরা ট্রাইব্যুনালে আমাদের জবাব  দিয়েছিলাম । আমার বিশ্বাস আমরা প্রমাণ করতে সক্ষম হতাম যে তিনি একজন সত্যিকারের ভারতীয়।’

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি