হোম > বিশ্ব > ভারত

আবারও উত্তাল মণিপুর, সরকারি অফিসে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও

আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মণিপুর। ভাঙচুর চালানো হয়েছে সরকারি অফিসে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়ি। মণিপুরের রাজধানী ইমফলে এই বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত জুলাই মাসে নিখোঁজ হওয়া দুই তরুণ-তরুণীর মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ইমফলে নতুন করে এই বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। এ সময় বিক্ষোভকারীরা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়। 

ইমফলের কর্মকর্তার জানিয়েছেন, বিক্ষোভকারীরা উরিপক, যাইসকুল, সাগলবন্দ ও তেরা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তারা আরও জানিয়েছে, উত্তেজিত জনতা পূর্ব ইমফলের ডেপুটি কমিশনারের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং দুটি গাড়িতে আগুন দেয়। 

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থৌবাল জেলার খোংজাম এলাকায় বিজেপির একটি কার্যালয়ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ সময় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। 
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিগগিরই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনার পর পূর্ব ও পশ্চিম ইমফলে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শহরে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে মেতাই ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মণিপুর। এখন পর্যন্ত সহিংসতায় রাজ্যটিতে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি