হোম > বিশ্ব > ভারত

বিজিবি–বিএসএফের মানবিক উদ্যোগ: ভাইকে শেষবারের মতো দেখলেন বোন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩: ০১
বিএসএফ-বিজিবির উদ্যোগে বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখা করার ব্যবস্থা করা হয়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি মানবিক উদ্যোগ নিয়ে নজির স্থাপন করল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার গঙ্গুলাই গ্রামে আব্দুল খালিদ মণ্ডল নামে এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির বোন ও কিছু আত্মীয় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামে বাস করেন।

মৃত ভাইয়ের মুখ শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন এপারে বসবাস করা বোন। এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ হয়। দুই বাহিনীর সমন্বয়ে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (জিরো লাইন) দেখা করার ব্যবস্থা করা হয়।

খালিদ মণ্ডলের বোন এবং পরিবারের অন্য সদস্যরা মুস্তাফাপুর সীমান্তে তাঁকে শেষবারের মতো দেখতে পান। এ সময় তাঁরা বিএসএফ ও বিজিবিকে এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

সম্প্রতি বিভিন্ন কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এর জেরে আগরতলায় বাংলাদেশি উপ–হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের অভিযোগ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিজিবি–বিএসএফ এই মানবিক উদ্যোগ সীমান্তে বেশ সাড়া ফেলেছে।

‘রাস্তা করব প্রিয়াঙ্কার গালের মতো’, বিজেপি নেতার মন্তব্যে সমালোচনার ঝড়

বাংলাদেশের ৯০ জেলেকে দিয়ে ৯৫ জনকে নেবে ভারত, বিনিময় আজ

পিতৃত্বের স্বীকৃতি এড়াতে যমজ কন্যাসহ প্রেমিকাকে হত্যা, ১৯ বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

জম্মু–কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে, ৪ ভারতীয় সেনা নিহত