হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকের ‘হিজাব বিতর্ক’ মামলার শুনানি ৫ সেপ্টেম্বর

কলকাতা প্রতিনিধি

‘হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।’ —মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা মামলার শুনানি হবে আগামী ৫ সেপ্টেম্বর। স্থানীয় সময় আজ সোমবার বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছেন। 

আদালতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা দ্রুত শুনানির আরজি পেশ করেন। আবেদনকারীদের দাবি, হিজাব বা মাথার স্কার্ফ পরা ইসলামের অনুশীলনের জন্য অপরিহার্য। তবে আদালত জানিয়েছেন, জরুরি শুনানির আবেদনের কথা মাথায় রেখেই তাঁরা আগামী ৫ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি শুরু করবেন। 

এর আগে, ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের উদুপি থেকে হিজাব বিতর্কের সূত্রপাত। সেখানকার ৬ ছাত্রীর হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার বিরোধিতা করে সেখানকার হিন্দুত্ববাদীরা। তারাও পাল্টা গেরুয়া রুমাল মাথায় দিয়ে প্রতিবাদ জানাতে থাকে। পরে এই বিষয় নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ৫ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা জারি করে। 

পরে রাজ্য সরকারও একই নিষেধজ্ঞা জারি করলে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারা উল্লেখ করে কর্ণাটক হাইকোর্ট ২৫ মার্চ জানিয়ে দেন, হিজাব পরা মোটেই ইসলাম ধর্মের জন্য বাধ্যতামূলক নয়। তাই হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেননি আদালত। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করা হয় সুপ্রিম কোর্টে। সেখানে দ্রুত শুনানির আবেদন করা হয়। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি