Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

মানব পাচারের সন্দেহ: কিছু যাত্রী ফ্রান্সে রেখে ভারতে ফিরল সেই উড়োজাহাজ

অনলাইন ডেস্ক

মানব পাচারের সন্দেহ: কিছু যাত্রী ফ্রান্সে রেখে ভারতে ফিরল সেই উড়োজাহাজ

মানব পাচার করা হবে—এই সন্দেহে ৩০৩ ভারতীয় যাত্রীসহ রোমানিয়ার একটি উড়োজাহাজ চার দিন আটকে রাখা হয়েছিল ফ্রান্সের একটি বিমানবন্দরে। দেশত্যাগের ছাড়পত্র পাওয়ার পর আজ মঙ্গলবার উড়োজাহাজটি স্থানীয় সময় ভোর ৪টায় ভারতে পৌঁছেছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, ওই ফ্লাইটে ২৭৬ যাত্রী ফিরে এসেছেন এবং ২৫ জন ফ্রান্সেই আশ্রয় নিয়েছেন। এ ছাড়া আরও দুজনকে ফ্রান্সের আদালতে উপস্থাপন করা হয়েছে এবং সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

উড়োজাহাজটিকে থাকা ৩০৩ যাত্রীর প্রায় সবাই ভারতীয় এবং তাঁদের মধ্যে ১১ জন অভিভাবকহীন শিশুও রয়েছে।

এয়ারবাস এ৩৪০-এর ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে ছেড়ে এসেছিল। একটি বেনামি সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে উড়োজাহাজটিকে অবতরণ করানো হয়। স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ভ্যাট্রি বিমানবন্দর ছেড়ে যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফরাসি কর্তৃপক্ষ অভিবাসন আইন লঙ্ঘিত হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে। তবে মানব পাচার সন্দেহে কোনো তদন্ত আর হচ্ছে না। উড়োজাহাজটিকে গত সপ্তাহে ফ্রান্সে জরুরি অবতরণ করানোর পর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছিল, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, উড়োজাহাজটি রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন।

সুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র